দুপচাঁচিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ০৮:০১ পিএম

দুপচাঁচিয়া উপজেলা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ বিপুল উৎসাহ উদ্দীপনায় ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শতবর্ষের কার্যক্রম শুরু হয়।

দিবসটি পালনের কর্মসূচির মধ্যে ছিলো গতকাল সকালে স্কুল মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এবং কেক কেটে দিবসের শুভ সুচনা করা হয়। এরপরেই বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যানার ফেস্টুন হাতে র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বিদ্যালয় মাঠে স্মৃতিচারণ এবং শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনও সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র যশহরের দায়রা জজ কবির উদ্দীন প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফ.এম. আমিনুজ্জামান, বগুড়া পল্লি উন্নয়ন একাডেমি ভারপ্রাপ্ত পরিচালক ড. আব্দুল মজিদ, ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ।

এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক নৌবাহীনির অফিসার এনামুল হক সোহেল, অবসরপ্রাপ্ত অধ্যাপক রিজিয়া বেগম, আফতাব আলী মন্ডল, মিজানুর রহমান খান সেলিম, গাজিউর রহমান, আলহাজ্ব আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, আবু আব্দুল্লাহ প্রিন্স, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বাকের আলী সেন্টু, পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসার আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসেন নয়ন, অধ্যক্ষ আব্দুল মান্নান, উম্মে সিদ্দিকা রিনি, জেলা পরিষদের মহিলা সদস্য শামীমা আক্তার মুক্তা, আওয়ামীলীগ নেতা এনামুল হক টি রানা, উপাধাক্ষ্য মনোয়ারা বেগম নাজু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাকিল খান সহ স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাবকে ব্যাংকার আজিজুল হক ও সহকারী শিক্ষক সুদেব কুন্ডু। বিকালে  র‌্যাফেল ড্রো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এবি