স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ০৩:৩১ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে ৷ শিক্ষকরা সমাজের পরিবর্তনের অন্যতম কারিগর ৷ সমাজের মঙ্গলে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য ৷

শুক্রবার (২৭ জানুয়ারি) কুমিল্লার লাকসামের বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন ৷

মন্ত্রী আরো বলেন, তরুণ প্রজন্মের জন্য শিক্ষকরা অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারেন৷ ছাত্রদের মাঝে তারা জ্ঞান বিতরণ করেন, তারা স্বপ্ন দেখাতে পারেন৷ পাঠ্যক্রমের বাহিরেও সত্য, ন্যায়-অন্যায় ও সুশাসনের বিষয়ে শিক্ষার জন্য শিক্ষকদের দায়িত্ব রয়েছে৷ স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন৷

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ‘সোনার বাংলা’ তথা উন্নত বাংলাদেশ গড়ার। বাঙালি জাতিকে সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করার জন্য, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সারাজীবন নির্যাতন ভোগ করেছেন। দেশের ক্রমবর্ধমান উন্নয়ন-অগ্রযাত্রা বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিফলন। এ স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম৷ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ ভূইয়া এবং লাকসামের শিক্ষক সমাজের নেতৃবৃন্দরা৷

সমাবেশে লাকসাম পৌরসভার মেয়র, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিএইচ