সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে ইন্দুরকানীতে বিক্ষোভ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ০৬:১০ পিএম

সুইডেনে উগ্রবাদীদের দ্বারা কুরআন অবমাননা ও দেশে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে ইন্দুরকানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিভিন্ন জামে মসজিদের মুসল্লিরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

এ সময় বক্তরা বলেন, সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর দৃষ্টতা দেখানো হয়েছে। যা সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য খুবই অবমাননার। দ্রুত আইনের আওতায় এনে সংশ্লিষ্টদের প্রকাশ্যে শান্তির দাবী জানান তারা।

এদিকে দেশের শিক্ষা ব্যবস্থার চরম অবনতিতে হতাশ হয়ে পড়েছেন অভিভাবকরা উল্লেখ করে তারা অতিদ্রুত পাঠ্যক্রম ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবী জানান।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, আলতাফ হোসেন, আবুল বাসার, সাদিকুল ইসলাম, সেলিম মাহামুদ, আতিকুল ইসলাম মহাসীন প্রমুখ।

আরএস