নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন পুকুরে, চালক নিহত

নড়াইল প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৮:৩৮ পিএম

নড়াইলের কালিয়ায় ফার্ণিচারের কাঠবোঝাই নসিমন উল্টে পুকুরে পড়ে চালক রমজান মোল্যা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়া উপজলোর রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রমজান মোল্যা বাঁশগ্রাম এলাকার হাসমত মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠবোঝাই নসিমন চালিয়ে রমজান বাঁশগ্রাম থেকে রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রঘুনাথপুর কাটা বট গাছতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়। পরে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেন, খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন।

নিহতের স্বজনরা জানায়, রমজান গত দুই সপ্তাহ আগে বিয়ে করেছেন। দুর্ঘটনায় নিহতের নববধূসহ পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, নসিমন দুর্ঘটনায় যুবক রমজান মোল্যার লাশ তার পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিএইচ