ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা করম শাহ, টিপু শাহের স্মরণে ঔরশ অনুষ্ঠিত

সুমন রাহাত, নেত্রকোনা প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৮:০৯ পিএম

নেত্রকোণার পূর্বধলায় লেটিরকান্দা গ্রামে বৃটিশ বিরোধী আন্দোলন, ফকির বিদ্রোহের নেতা ও আধ্যাতিক সাধক করম শাহ পাগল ও টিপু শাহ পাগলের স্মরণে ২৯২তম ওরস মাহফিল অনুষ্ঠিত এবং ৭ দিনব্যাপী টিপু শাহ মেলা শুরু হয়েছে। 

দেশের বিভিন্ন জেলা হতে আগত অসংখ্য ভক্তবৃন্দের অংশ গ্রহণে প্রতি বছরই আরবি রজব মাসে এই ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। এবং (১১ রজব হতে ১৭ রজব) টিপু শাহ মেলা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলের ভক্তরা ওরস মাহফিলে গরু, মহিষ, ছাগল ও বিভিন্ন পণ্য নিয়ে আসে। ওরস মাহফিলের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ  অঞ্চলের হস্ত ও কারুশিল্পীদের তৈরী বিভিন্ন পণ্য নিয়ে ৭ দিনব্যাপী এ  মেলা অনুষ্ঠিত হয়। 

করম শাহ ও টিপু শাহ পাগলের ৭ম অধস্তন পুরুষ গদীনশিন পীরজাদা শাহজাহান শাহ প্রিন্স আজ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরস মাহফিল সমাপ্তি ঘোষণা করেন। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। 

উল্লেখ্য, ইংরেজ শাসকদের বিরুদ্ধে প্রথম সুসংগঠিত আন্দোলন ফকির বিদ্রোহে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে নেতৃত্ব দিয়ে স্বাধীন রাজ্য স্থাপন করেছিলেন করম শাহ ও টিপু শাহ। 

কেএস