তাড়াইলে ইউএনও’র সাথে প্রেসক্লাব নবনির্বাচিত কমিটির মতবিনিময়   

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৫:৪১ পিএম

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে ১৯৯৮ সালে স্থাপিত ঐতিহ্যবাহী তাড়াইল প্রেসক্লাবের নবাগত কমিটির সদস্যদের সাথে উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে তাড়াইল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি দেওয়ান ফারুক দান খানের নেতৃত্বে কার্যকরী কমিটির সদস্যগণ উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিনের নিটক নতুন কমিটি হস্তান্তরের সময় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফ আলী মীর, সহ-সভাপতি মো. আবুল হাসেম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান রতন, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য আফছর উদ্দিন ও তাড়াইল প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আমি আশা করি আপনারা বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ভালো ও মন্দ কাজ গুলো জাতির সামনে তুলে ধরবেন।সাংবাদিকদের সার্বিক সহযোগীতা ছাড়া সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা সম্ভব নয়। তাই আপনারা উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগীতা করবেন যাতে সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে পারি।

কেএস