সাভারে ডিবি পরিচয়ে ৩ শ্রমিককে অপহরণের অভিযোগ

সাভার প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৭:১০ পিএম

সাভারে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তিন পোশাক শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার তারাপুর মাঠ থেকে তাদের তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন তাদের বন্ধু ও প্রত্যক্ষদর্শী শামীম খান।

এরা হলেন, তুষার মিয়া (২০), রাসেল মিয়া (১৯) ও স্বপন মিয়া (২০)।

শামীম বলেন, তুষার, রাসেল ও স্বপন তিন জনই সাভার পৌর ভাগলপুর এলাকার একটি গার্মেন্টসের শ্রমিক। কারখানার ডিউটি শেষে আমরা তারাপুর মাঠে বসে গল্প করছিলাম। রাত সাড়ে ৮টার দিকে সাদা রঙের একটি গাড়িতে ৫/৬ জন লোক সাদাপোশাকে এসে কোন কিছু বুঝে ওঠার আগেই নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তিন জনকে তুলে নিয়ে চলে যায়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, তুষার, রাসেল, স্বপন নামে কাউকেই আমাদের কার্যালয়ে তুলে আনা হয়নি। ডিবি পুলিশের সকল সদস্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজমিস্ত্রী নিহত বিষয়ে আসামিদের ধরতে ব্যস্ত ছিলাম। আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন এটা ভুয়া ডিবির কাজ কি না। এখন ফেরিওয়ালাও বলে ডিবি, থানাওয়ালারা বলে ডিবি । শ্রমিকদের নিয়ে যাবে ডিবি পরিচয়ে কারনটা আপনারা একটু ভালো করে খোঁজ করলে পাবেন। তবে নিখোঁজের পরিবার থানায় অভিযোগ করলে আমাদের দায়িত্ব দিলে আমরা ব্যবস্থা নিব।

এ বিষয়ে সাভার মডেল থানার সাব-ইন্সপেক্টর (ডিউটি অফিসার) রাজু বলেন, এঘটনায় ভুক্তভোগীর পরিবার কয়েকবার থানায় এসে খোঁজ নিলেও লিখিত কোন অভিযোগ দেননি।

কেএস