মানিকছড়িতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০৪:২৫ পিএম

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে আলোচনা সভা ও ভূমিকম্প এবং  অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০টায় ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়ে।

লক্ষীছড়ি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক আহম্মেদ’র নেতৃত্বে একটি ফায়ার সার্ভিস দল উক্ত মহড়া প্রদর্শন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবদেীন, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. মুরাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদ-উজ-জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরএস