ব্রাহ্মণবাড়িয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৩, ০৬:৪৪ পিএম

‍‍`স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়‍‍` এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১০ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থপনায় উপজেলা প্রশাসনের আয়োজনে আখাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে একটি র‌্যালি বের হয়।

পরে  উপজেলা পরিষদের সভা কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপশ চক্রবর্তীর সঞ্চলনায় সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাছরীন শফিক আলেয়াসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এর আগে ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের  কারিগরি সহায়তায় পরিষদ চত্বর মাঠে অগ্নিকান্ডে সচেতনতা বৃদ্ধি করতে মহড়া অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ তুলনামূলক যথেষ্ট এগিয়েছে।

আরএস