নওগাঁয় আমচাষিদের মধ্যে ঋণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ০৮:৩৩ পিএম

আমের নতুন রাজধানী নওগাঁর সাপাহার, পোরশা ও পত্নতলা উপজেলার আমচাষিদের মধ্যে সহজ শর্তে ঋণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সোনালী ব্যাংক লি. সাপাহার, পোরশা ও পত্নীতলা শাখার উদ্যোগে সাপাহার শাখা কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের রাজশাহী জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মীর হাসান মুহা. জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নওগাঁর প্রিন্সিপাল অফিসার ডেপুটি জেনারেল ম্যানেজার ওলিউজ্জামান এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রিন্সিপাল অফিসার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আহসান রেজা, সাপাহার শাখার প্রিন্সিপাল অফিসার মিজানুর রহমান, প্রিন্সিপাল অফিসার স্বপন হাসান, নুর আলম প্রমুখ। অনুষ্ঠানে তিন উপজেলার ৩১ জন আমচাষির মধ্যে ৮%সুদে সহজ শর্তে ৪৭ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়।

এআরএস