রাজবাড়ীতে ৩শতাধিক হতদরিদ্র পেল বিনামূল্যে চিকিৎসা

রাজবাড়ী প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ০৭:৩৬ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩ শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। মঙ্গলবার(২১ মার্চ)  দিনব্যাপী সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সীর জন্মদিন উপলক্ষে এ বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন, সিএসএসের রাজবাড়ী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শ্রীবাস চন্দ্র বিশ্বাস। 

প্রধান অতিথি ছিলেন বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্যা। এসময় রাজবাড়ী ব্রাঞ্চের বিএম মিরান হোসেন, বালিয়াকান্দি ব্রাঞ্চের ম্যানেজার সমীরন বৈরাগী, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় চক্ষু সহ বিভিন্ন রোগের বিশেষষ্ণ চিকিৎসকরা চিকিৎসা প্রদান করেন। সিএসএসের সদস্য ও এলাকার হতদরিদ্র ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
 

উল্লেখ্য, সিএসএস স্থপতি রেভারেন্ড পল মুন্সী ১৯২৯ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করেন। তার প্রতিষ্ঠিত সিএসএস বিভিন্ন সেবামূলক কার্যক্রম গ্রহণ করেছে।


আরএস