বুড়িচংয়ে অভিযানে ৬ কেজি গাঁজাসহ নারী আটক

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ০৭:২৪ পিএম

কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজিব চৌধুরীর নেতৃত্বে এএসআই আবুল কাশেম পুলিশ সদস্য লিজা আক্তার চৌধুরীর গোপন সংবাদের ভিত্তিতে  আটক করা হয়। 

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় অভিযান চালিয়ে নিমসার বরুড়া সড়ক থেকে ৬কেজি গাজাসহ রোকসানা আক্তার (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাবেদুল ইসলাম জানান গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজিব চৌধুরী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার-বরুড়া সড়কে অবস্থান নেন। 

এসময় এক মহিলার দুটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৬কেজি গাঁজা উদ্ধার করে। ২টি স্কুল ব্যাগে করে গাজা বহনের অভিযোগে ওই নারী মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে।আটক নারী মাদক ব্যবসায়ী হলো উপজেলা পীরযাত্রা পুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত আবুল কাসেম মিয়ার স্ত্রী রোকসানা আক্তার।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে। শুক্রবার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। 

এমএইচআর