মঠবাড়িয়ায় ‘বীর নিবাস’ নির্মাণে ধীরগতিতে ক্ষোভ

মঠবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৫:০১ পিএম

মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন ৭৫টি ‘বীর নিবাস’ নির্মাণ কাজ কচ্ছপের গতিতে চলায় মুক্তিযোদ্ধাদের মাঝে অসন্তোশ বিরাজ করছে। 

গত বছরের শেষে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও কোন কোন ঠিকাদার কাজ শুরু করে তা ফেলে রেখেছেন মাসের পর মাস। গত বছরের ৩০ মে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করেন। দুই কাঠা জমির ১৪ লাখ ২০ হাজার টাকা ব্যায়ে নির্মাণ হচ্ছে এ ‘বীর নিবাস’।

এদিকে ‘বীর নিবাস’ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ২৭ এপ্রিল বৃহস্পতিবার শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে উপজেলা প্রশাসন সংশ্লিষ্টদের নিয়ে জরুরী বৈঠক করেন। এ সময় ধীর গতিতে নির্মাণ কাজ করায় ও নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় বীর মুক্তিযোদ্ধারা ক্ষোভে ফেটে পড়েন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রকেীশলী মোহাম্মদ জিয়ারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম-উল হক, বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু আকন, মোঃ লুৎফর রহমান, শাহাদাৎ হোসেন রাজা, হাবিুবর রহমান  প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক ধীর গতিতে নির্মাণ কাজ চলার বিষয় দুঃখ প্রকাশ করে বলেন, এক সপ্তাহের মধ্যে ঠিকাদারেরা কাজ শুরু না করলে কার্যাদেশ বাতিল করা হবে। পরে উপজেলা প্রশাসনের নিজস্ব তত্বাবধায়নের ‘বীর নিবাস’ নিমাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে। 

সভায় উপস্থিত সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে এ ব্যাপারে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি।

এইচআর