সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্নহত্যা অভিযোগ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মে ১৪, ২০২৩, ০২:৫৩ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্নহত্যার  অভিযোগ উঠেছে ।

শনিবার (১৩ মে)  দিবাগত রাতে উপজেলার চৌবাড়ি দক্ষিণ পাড়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পশ্চিম পার্শ্বে এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, ওই এলাকার ছবের মোল্লার ছেলে শফিকুল মোল্লা (২১) ও পুত্রবধু নুরী খাতুন (১৯)।

স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম  পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। পারিবারিকভাবে স্বামী-স্ত্রীর কলহের কারণে এমনটা হতে পারে।

স্থানীয়রা আরও জানান,শফিকুল ইসলাম এর আগেও দুটি বিয়ে করেছিলো ও এটি তার তৃতীয় স্ত্রী।

শফিকুল মোল্লার বাবা সবের মোল্লা বলেন, রোববার (১৪ মে) সকাল  নয়টার দিকে শফিকুল ও পুত্রবধু নুরীকে ডাকাডাকি করি। কোন সারা শব্দ না পেয়ে পরে দরজা ভেঙে দেখতে পাই নূরী মেঝেতে পড়ে আছে ও শফিকুল ধরনার সাথে ঝুলে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ খবর দেওয়া হয়।

নিহত নুরী খাতুনের মা ফরিদা বেগম জানান, নুরীকে প্রস্তাবের মাধ্যমে প্রায় এক বছর আগে বিয়ে দেওয়া হয়। তাঁর মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন বিভিন্ন ভাবে নির্যাতন করতেন। তাঁর মেয়ে নুরীকে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী প্রধান সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে শফিকুল তার  স্ত্রীকে হত্যা করে নিজে আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে বলেও ওসি জানান। 

আরএস