বাঞ্ছারামপুরে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২৩, ১২:০৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে নৌকার পানি সেঁচতে গিয়ে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার মানিকপুর ইউনিয়নের মায়ারামপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মেনু মিয়া (৩৫) মাছধরার নৌকা সেঁচতে গিয়ে বজ্রপাতে মারা যান। 

পরে এলাকাবাসী তাকে নদী থেকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে রেখে যান স্ত্রী ও এক সন্তান।
খোঁজ নিয়ে জানা যায়, মেনু মিয়া স্থানীয় মাছ ব্যবসায়ীর আমির হোসেনের সাথে নৌকা নিয়ে স্থানীয় জেলেদের কাছ থেকে পাইকারি মাছ ক্রয় করে সদরে বিক্রি করতেন। 

এ ব্যাপারে মেনু মিয়ার চাচাতো ভাই নুরুল ইসলাম বলেন, আমার চাচাতো ভাই একজন সহজ সরল মানুষ ছিল। আজ দুপুরে বৃষ্টির সময় তার মালিকের নৌকা সেঁচতে গিয়ে বজ্রপাতে মারা যায়। 

আমরা নদী থেকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এইচআর