কাউনিয়ায় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০৭:৪৪ পিএম

রংপুরের কাউনিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ টি ফ্যাক্টরিতে ৩৫/-হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক আজহারুল ইসলাম।

তিনি জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুত, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা মতে মীরবাগ বাজারের সায়েম বেকারিকে ৫ হাজার টাকা এবং উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের আরিফা ফুড প্রোডাক্টকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দ্বন্ডে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর  ৪৩  ধারায় ১৫ হাজার এবং পণ্যের নকল প্রস্তুত বা মোড়কের নকল করা ও উৎপাদন দ্বন্ডের ৫০ ধারায় ১৫ হাজার মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  দুটি ফ্যাক্টরিতেই ‘অভিযান চালিয়ে দুটি ফ্যাক্টরিতে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এর আগে দুপুরে উপজেলার বিভিন্ন হাট বাজারে সচেতনতা মূলক প্রচার অভিযান চালানো হয়।
এআরএস