কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৫:১৮ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মো. হক সাব ও ওবায়দুল্লাহ খান নামে দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুছাপুর ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো.হকসাব মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সফি উল্যাহর ছেলে এবং ওবায়দুল্লাহ খান একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবদুর রশীদ খানের ছেলে।

হকসাব একটি মামলায় এক বছর সশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত আসামি। অপর আসামি ওবায়দুল্লাহ খান একটি মামলায় দু‍‍`মাস বিনাশ্রম ও এক লাখ ৫৪ হাজার টাকা অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত। দুইজন দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের সকালে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এআরএস