নারায়ণগঞ্জে নাশকতা এড়াতে র‍্যাব-পুলিশের তল্লাশি

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ০৩:৩৪ পিএম

আওয়ামী লীগ-বিএনপি দুই দলের ডাকা ঢাকার মহাসমাবেশে নাশকতা এড়াতে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‍্যাব-পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে ২নং রেলগেইট, চাষাড়া, শিবু মার্কেট, জালকুড়ি, ভূইঘর, পাঠানতুলি চত্বরে এসব তল্লাশির চৌকি দেখা গেছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। 

সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকার প্রবেশ পথগুলোতে পুলিশের তল্লাশির চৌকি বসানোর হয়েছে। তল্লাশির চৌকি থেকে পরিবহন ও পথচারীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হচ্ছে। একই সাথে নগরীর বিভিন্ন এলাকায় নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চালানো হচ্ছে।

এবিষয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নাশকতা-মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এআরএস