অনিয়মের অভিযোগে বীরগঞ্জে ক্লিনিককে জরিমানা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০৬:১৩ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে রিদিতা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৫ নভেম্বর) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে এলাহী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন সেনেটারী ইন্সপেক্টর ফরিদ বিন ও সাংবাদিকরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রিদিতা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ক্লিনিকগুলোতে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। 
লাইসেন্স নবায়ন না থাকা, আবাসিক ডাক্তার না থাকা, ডিপ্লোমা নার্স না থাকা, অপারেশন থিয়েটার অপরিষ্কার, ডাক্তারের ব্যবস্থাপত্র ব্যতীত ভর্তিকৃত রোগীর চিকিৎসা দেওয়া। নানাবিধ অপরাধ উদঘাটন করা হয়।

সেসব অপরাধের কারণে রিদিতা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না পাওয়া  পর্যন্ত কর্তৃপক্ষকেও মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

এআরএস