প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশব্যাপী ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি স্থাপনা ও ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এসব প্রকল্প ও কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
কুমিল্লা (টমছমব্রীজ)-নোয়াখালী বেগমগঞ্জ) আঞ্চলিক মহাসড়ক ৪-লেনে উন্নতীকরণ প্রকল্প, জেলায় ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলা সমাজসেবা কমপ্লেক্স, তিতাস উপজেলাধীন কদমতলী জিসিসিআর-দাসকান্দি ভায়া হরিপুর বাজার সড়কে ৮৫৫ মি. চেইনেজে ১২৫.১০ মি. আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ, ব্রাহ্মণপাড়া উপজেলার দুইটি প্রথমিক বিদ্যালয় (নাল্লা এবং দর্পনারায়ণপুর) এবং একটি উচ্চ বিদ্যালয় (ষাটশালা) এর নতুন ভবন, বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের (ভার্চুয়ালি) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুমিল্লা আলেখারচর হাইওয়ের পাশে অবস্থিত জেলা সমাজসেবা কমপ্লেক্সের উদ্বোধনী ফলক উন্মোচন ও মোনাজাত করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ সময় কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এ.কে.এম আসাদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম বাবুল,অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, কুমিল্লার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মির্জা মোঃ ইফতেখার আলী, কুমিল্লা (সওজ) সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর রাসেদুল করিম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জেড.এম মিজানুর রহমান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আরএস