আড়াইহাজারে আশা এনজিও অফিসসহ ৪ কক্ষে ডাকাতি

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০৪:৩৭ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরের প্রাণকেন্দ্রে মডেল পাড়ায় বুধবার দিবাগত রাতে আশা এনজিও অফিসের দুটি কক্ষসহ চারটি কক্ষের ভাড়াটিয়ার ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল চারটি কক্ষ থেকেই নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে।

আশা এনজিও অফিসের ম্যানেজার শফিকুল কবির জানান, রাত ৩ টা থেকে ৪টা পর্যন্ত ডাকাত দল হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন ওই ভবনের বিভিন্ন কক্ষে অবস্থান করে। ২০ থেকে ৩০ জনের মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত দল প্রতিটি কক্ষের দরজার সিটকিনি ভেঙে ভিতরে প্রবেশ করে কক্ষগুলোতে থাকা ভাড়াটিয়াদেরকে হাত পা বেঁধে এবং মারপিট করে ও অস্ত্রের মুখে জিম্মি করে আশা অফিসের নগদ এক লাখ ৪৩ হাজার ১৫৩ টাকা লুটে নেয়।

তা ছাড়া ওই ভবনের ভাড়াটিয়া আবুল কালামের কক্ষ থেকে নগদ ২ লাখ টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার এবং আশরাফ আলী মাস্টারের কক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

আশা অফিসের ওই কর্মকর্তা  জানান, এ ব্যাপারে আড়াইহাজার থানায় আশা অফিসের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার ( গ অঞ্চল) মো. আবির হোসেন জানান, (এ রিপোর্ট লিখা পর্যন্ত)  লিখিত অভিযোগের বিষয়টি তিনি জানেন না।

এআরএস