মাটিরাঙ্গায় বড়দিন উদযাপন উপলক্ষে অনুদান বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ০৯:০২ পিএম

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান-যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন উদযাপনের   উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  খ্রিস্টান সম্প্রদায়ের ২৫টি গীর্জায় অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ডিসেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় বড়দিন উদযাপনের লক্ষে  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫টি গীর্জায় ৫শ‍‍`কেজি করে সাড়ে ১২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী গীর্জা পরিচালনা কমিটির সভাপতি পালক এর হাতে অনুদান তুলেদেন।

মাটিরাঙ্গা উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়  ২৫ টি গীর্জায় জনপ্রতি ৫০০ কেজি করে ত্রাণ কার্য (চাল) এর ডিও বিতরণ করা হয়।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,মো.ইশতিয়াক আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন ইউপি হতে আগত ওয়ার্ড মেম্বার, গীর্জা পরিচালনা কমিটির সভাপতি পালক এসময় উপস্থিত ছিলেন।

আরএস