গফরগাঁওয়ে ভোট কেন্দ্রে আগুন দিলো দুর্বৃত্তরা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ১১:০৯ এএম
ছবি: সংগ্রহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের পরশীপাড়া গ্রামে আজ শনিবার ভোররাতে দুবৃত্তদের দেওয়া আগুনে পুড়লো প্রাথমিক বিদ্যালয়ের ৪টি ঘর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যালয়টি ভোট কেন্দ্র হিসেবে নির্ধারিত। ভোটকেন্দ্রের আনুমানিক ৫০ গজ দূরে পেট্রোলের একটি খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা ভোররাতে স্কুলের আধা পাকা ভবনের পেছনের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ভবনটির চারটি কক্ষের ওপরের টিনের চালা আগুনে পুড়ে যায়। স্থানীয়রা খোঁজ পেয়ে ৯৯৯ এ কল করে পুলিশকে ও ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

[271998]

গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘জরুরী সেবা ৯৯৯ হটলাইন নম্বরে খবর পেয়ে থানা পুলিশ ভোর পাঁচটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। নির্বাচন বিরোধী নাশকতা মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।’

এআরএস