সাতক্ষীরার তালায় প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন সানজিদা আক্তার তুলি (১৭) নামে এক কলেজছাত্রী।
বৃহস্পতিবার দুপুরে তালা উপজেলার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
সানজিদা আক্তার তুলি গায়ে কেরোসিন ঢেলে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।
তুলি আত্মহত্যার ঘটনায় তার পিতা আব্দুর রহমান মোড়লের ছেলে কামরুল ইসলাম মোড়ল বাদী হয়ে তালা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন।
মামলার ভিত্তিতে ঘোনা জামে মসজিদের ইমাম মো. আমিনুর রহমানকে (২৫) আটক করা হয়েছে। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. রবিউল ইসলাম গাজীর ছেলে। বৃহস্পতিবার রাতে পাটকেলঘাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, আমিনুর রহমান কয়েক বছর ধরে তালা উপজেলার ঘোনা জামে মসজিদের পেশ ইমাম হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তার সঙ্গে সানজিদা আক্তার তুলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তুলি তাকে বিয়ের প্রস্তাব দেন, তবে আমিনুর তা প্রত্যাখ্যান করে মসজিদের দায়িত্ব ছেড়ে চলে যান। এ ঘটনায় হতাশ হয়ে তুলি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়িতে কেউ না থাকায় সে কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেয়। বিকেল সাড়ে ৬টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. শাহীনুর রহমান জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তুলির মরদেহ শুক্রবার বিকেলে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাবা কামরুল ইসলাম মোড়ল বাদী হয়ে পেনাল কোডের ৩০৬ ধারায় পেশ ইমাম আমিনুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক মো. খলিলুর রহমান জানান, আমিনুর রহমানের সাত দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
ইএইচ