টাঙ্গাইলের মধুপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহিদ লাল মিয়ার কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল ৭টায় মধুপুর উপজেলার একমাত্র জুলাই শহিদ, গোলাবাড়ীর কৃতিসন্তান শহিদ লাল মিয়ার কবরে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক শিমুল, স্থানীয় জামায়াত নেতা ও গোলাবাড়ি ইউনিয়নের সেক্রেটারি নজরুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম মারুফী, জুলাই যোদ্ধা জিহাদ হাসান জিম, ইউপি সদস্য আ. মোমেন, আ. গফুর মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ এলাকাবাসী।
ইএইচ