ইজতেমা ময়দানে ২ মুসল্লির মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪, ১০:১০ এএম
ফাইল ছবি

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা ২ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. জামান (৪০) ও ইউনুছ মিয়া (৬০)।

বুধবার সন্ধ্যা ও রাতে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া মুসল্লি মো. জামান (৪০) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চৌহরদিটোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ইজতেমা ময়দানে তার মৃত্যু হয়।

তার সাথি মুসল্লি জনি জানান, মাগরিবের নামাজ আদায়ের পর খেদমতের (রান্নার) কাজ করছিলেন জামান। কিছুসময় পর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে থাকা মুসল্লিরা দ্রুত হাসপাতালে খবর দেয়। তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসার পথে ইউনুছ মিয়া (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার রাত আড়াইটায় অসুস্থ অবস্থায় তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মরদেহের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ