গাজীপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হঠাৎ করে স্থগিত করেছে কর্তৃপক্ষ। এতে করে দখলদাররা আরও বেপরোয়া হয়ে সরকারি মূল্যবান জমি দখলে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে সওজের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো কার্যক্রম দেখা যায়নি।
গাজীপুর সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, "আজ উচ্ছেদ অভিযানের কথা ছিল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট না পাওয়ায় অভিযান চালানো সম্ভব হয়নি। অবৈধ স্থাপনার মালিকরা নিজেরাই তিন-চার দিনের মধ্যে স্থাপনাগুলো সরিয়ে নেবে বলে জানিয়েছে। সেই কারণে আজকের অভিযান স্থগিত করা হয়েছে।"
এর আগে গত ২৪ এপ্রিল সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমের স্বাক্ষরে এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাওনা থেকে ধামরাই আঞ্চলিক সড়ক, চন্দ্রা-নবীনগর সড়ক এবং কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকার আশপাশে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা ২৯ এপ্রিলের মধ্যে সরিয়ে নিতে হবে। অন্যথায় ৩০ এপ্রিল উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
তবে একটি গোপন সূত্র জানিয়েছে, বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা উচ্ছেদ অভিযান বন্ধে সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দেন-দরবার করেছেন। যার প্রেক্ষিতেই অভিযান স্থগিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর ফলে ২০২৪ সালের ৫ আগস্টের পর গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনার মালিকরা আরও দাপটের সঙ্গে অবস্থান নিতে শুরু করেছেন।
এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ইএইচ