স্বেচ্ছাসেবক লীগ নেতার কবজি কর্তন: গ্রেপ্তার ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৬:৩৯ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নের দুই হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলা পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ১২টার পর আহত নয়নের ছোট ভাই শফিকুল ইসলাম শরীফ ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে মামলাটি করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের রায়খোলা গ্রামের রায়খোলা গ্রামের সুরুজ মিয়া, মো. শহিদুল ইসলাম, মামুন মিয়া, শাকিব মিয়া ও মো. আলামিন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ দাউদ বলেন, সতেরদ্রোণ এবং রায়খোলা গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন সময়ে এ দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে। দুই বছর আগে রায়খোলা গ্রামের হুমায়ুন নামের এক ব্যক্তিকে হত্যা করে সতেরদ্রোণ গ্রামের লোকজন। ওই হত্যা মামলার ১ নম্বর আসামি ছিলেন সতেরদ্রোণ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম নয়ন। নয়নের বাবা শাহজাহান মিয়াও ওই হত্যা মামলার আসামি ছিলেন। পরে অভিযোগপত্র থেকে দুজনের নাম বাদ যায়।

তিনি বলেন, পূর্বের এ ঘটনার জেরে রায়খোলা গ্রামের লোকজন এ হামলা করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। পূর্ণাঙ্গ তদন্তে বিষয়টি আরও পরিষ্কার হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

ইএইচ