সিঙ্গাইরে ফের অগ্নিকাণ্ড, ক্ষতি ১৭ লাখ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০১:৪৫ পিএম

মানিকগঞ্জের সিঙ্গাইরে একদিন পরে ফের অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ ৭০ হাজার টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৩.৪৫ মিনিটের দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চকপালপাড়া গ্রামের খেজুরতলা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, সেলম মিয়া ও তার স্ত্রী ইসমত আরা ও মজিবর।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার শেষ রাতে  দোকানের ভিতরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তাৎক্ষণিক ছড়িয়ে পড়ে। পাশের দোকানের লোকজন আগুন দেখে তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করেন। এরই মধ্যে সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইসতিয়াক আহমেদ আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় ১৬ লাখ ৭০ হাজার টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে।

এআরএস