চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফেনীতে বিদ্যুৎকেন্দ্র বন্ধ

ফেনী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১১:৪০ এএম

বিদ্যুৎ কেনার চুক্তির মেয়াদ না বাড়ানোয় ফেনীতে ২২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড কর্তৃপক্ষ।

এর আগে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে এক প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে ডরিনের আগের চুক্তির মেয়াদ গত ১৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে।

ফেনীর পাওয়ার প্ল্যান্টটি ডরিনের তিনটি প্ল্যান্টের মধ্যে একটি, অন্য দুটি হলো- টাঙ্গাইল ও নরসিংদীতে। তবে, একই কারণ দেখিয়ে গত বছরের ডিসেম্বরে নরসিংদীর প্লান্টটিও বন্ধ করে দিয়েছিল ডরিন।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য বিদ্যুৎ বিভাগের কাছে আবেদন করেছিল তারা, আবেদনটি এখনও ‘বিবেচনাধীন’ আছে।

তবে, পুনরায় চালুর জন্য সরকারের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করবে ডরিন।

ইএইচ