শ্রীপুরের কলাবাগান থেকে নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৩:৫৭ পিএম

গাজীপুরের শ্রীপুরে একটি কলাবাগান থেকে কাঠ মিস্ত্রীর স্ত্রী মালেকা বেগমের (৩৫) আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মালেকা উপজেলার গাজীপুর ইউনিয়নের গোতার বাজার (স্কয়ার প্রজেক্ট) সংলগ্ন এলাকার বাসিন্দা কাঠ মিস্ত্রি বাচ্চু মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

নিহত নারীর বড় ছেলে মানিক জানান, তিনি শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। গতকাল রাতে তার নাইট শিফটে ডিউটি ছিল। ভোর ৪ টর দিকে তার বাবা তাকে ফোন দিয়ে জানায় তার মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কারখানা ছুটি হলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতে এসে তার মায়ের আগুনে পোড়া মরদেহ বাড়ির ২০০ গজ দূরে কলাবাগানে দেখতে পান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, এখনো কিছু বোঝা যাচ্ছে না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও রহস্য নিশ্চিত হওয়া যাবে।

ইএইচ