মদনে ইট ভাঙ্গার গাড়ি উল্টে শ্রমিক নিহত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ০২:২৬ পিএম

নেত্রকোনার মদনে ইট ভাঙ্গার গাড়ি উল্টে গিয়ে ওয়াসীম (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত ওয়াসীম উপজেলার মদন ইউনিয়নের ফেকনী গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।

বুধবার সকালে উপজেলার মদন ইউনিয়নের উচিতপুর বালই ব্রিজের সামনে ইট ভাঙ্গার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মদন হইতে ইট ভাঙ্গার গাড়িটি খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে মদন ইউনিয়নের উচিতপুর বালই ব্রিজের সামনে ইট ভাঙ্গা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শ্রমিক ওয়াসীম নিচে পড়ে বুকে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।

পরে সাথে থাকা শ্রমিক ও গাড়ির ড্রাইভার সিদ্দিক, হৃদয়, মামুন, তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মদন থানা ওসি(তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন,নিহত শ্রমিক ওয়াসীম নিজেই ইট ভাঙ্গার গাড়িটি চালাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গিয়ে দুর্ঘটনায় নিহত হয় সে। 

তবে পরিবারের পক্ষে এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থার জন্য দিয়ে দেওয়া হয়েছে।

এইচআর