পাথরঘাটা ট্রাকচাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ০২:৩৪ পিএম

বরগুনার পাথরঘাটায় মধ্য বাইনচুটকি সড়কে মিনিট্রাক চাপায় খাদিজা নামের এক চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় ট্রাক চালককে আটক করা হয়।

মঙ্গলবার সকাল ১০টার সময় পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের মধ্য বাইনচুটকি ক্লাবঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা, কাকচিড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য কালমেঘা গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে।

অভিযুক্ত ট্রাক ড্রাইভার জাহাঙ্গীর আলম যশোর উপজেলার ছোট মেঘলা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) আবু ছালেহ জানায়, ঘটনা শুনে আমরা তাৎক্ষণিক এসে দেখি ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। ট্রাক ও ড্রাইভার দুটোই আটক করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে সকল আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ