ফতুল্লায় সড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০৩:৩৩ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা।

রোববার ঢাকা-মুন্সিগঞ্জ শাসনগাও এলাকার অবন্তি কালার টেক্স লিমিটেড শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশ করে।

এতে ঢাকা-মুন্সিগঞ্জ ও আশেপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে খেটে খাওয়া মানুষ ও দূরদূরান্ত থেকে আগতরা।

সংবাদ পেয়ে ফতুল্লা থানা ও শিল্প পুলিশের একাধিক টিম ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

সূত্রে জানা গেছে, বিসিক শাসনগাও অবস্থিত অবন্তি কালার টেক্স লিমিটেডের পাঁচ হাজার শ্রমিক গত মার্চ মাসের বেতন ভাতার দাবি নিয়ে সড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। এ সময় ঘটনা স্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি নুরে আজম মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। মালিক পক্ষের সাথে আলোচনা চলছে।

ইএইচ