উপজেলা নির্বাচন : ১ম ধাপ

খাগড়াছড়ি ৩ উপজেলায় বিজয়ী হলেন যারা, একটিতে ফলাফল ঘোষণা স্থগিত

খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২৪, ১১:১৬ এএম

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়িতে প্রথম ধাপে  চারটি উপজেলা পরিষদ নির্বাচনে তিন উপজেলায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলার অপর উপজেলা লক্ষ্মীছড়িতে আওয়ামী লীগ প্রার্থী চাইথোইঅং মারমা ইউপিডিএফ সমর্থিত প্রার্থী সুপার জ্যােতি চাকমার চেয়ে ১২৬ ভোটে এগিয়ে রয়েছে। তবে কেন্দ্র দখলের ঘটনায় দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে।

খাগাড়ছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া চেয়ারম্যান  পদে (কৈ মাছ) প্রতীক নিয়ে ১৯ হাজার ২০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৮২১ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আলী হোসেন (চশমা) প্রতীক নিয়ে ১২ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জালাল মিয়া (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৩০১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. আমেনা বেগম (ফুটবল) প্রতীক নিয়ে ১৯ হাজার ৩৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ারা বেগম (হাঁস) প্রতীক নিয়ে ১০ হাজার ৯০৭ ভোট পেয়েছেন।

রামগড় উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বর্তমান চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী (আনারস) প্রতীক নিয়ে ১৩ হাজার ৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের (দোয়াত-কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৪৪৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোবারক হোসেন বাদশা (চশমা) প্রতীক নিয়ে ১০ হাজার ৯৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আনোয়ার ফারুক (টিয়াপাখি) প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪১৫ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে নাছিমা আহসান নীলা (প্রজাপতি) প্রতীক নিয়ে ১৬ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী হাসিনা আক্তার (কলস) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৫৬৩ ভোট।

মানিকছড়ি উপজেলা পরিষদের বতর্মান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন (আনারস) প্রতীক নিয়ে ২২ হাজার ৪৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (দোয়াত-কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩৬১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি চলাপ্রু মারমা নিলয় (মাইক) প্রতীক নিয়ে ১০ হাজার ২২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৫২১ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান আরফিন লাকী (হাঁস) প্রতীক নিয়ে ১৭ হাজার ৬৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের রাহেলা আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে ১১ হাজার ৬০ ভোট পেয়েছেন।

লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের আওয়ামী লীগের নেতা চাইথোয়াইঅং মারমা ইউপিডিএফ প্রসীত সমর্থিত প্রার্থী সুপার জ্যোতি চাকমার চেয়ে ১৩ কেন্দ্রের মধ্যে ১১ কেন্দ্রে ১২৬ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। স্থগিত দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা ৫ হাজার ৫৩৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কামরুল আলম।

খাগাড়ছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোছা. আমেনা বেগম।

মানিকছড়ি উপজেলা পরিষদে বতর্মান চেয়ারম্যান ও মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি চলাপ্রু মারমা নিলয় মাইক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে মানিকছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান আরফিন লাকী নির্বাচিত হয়েছেন।

রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও রামগড় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কার্বারী টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মোবারক হোসেন বাদশা ও নারী ভাইস চেয়ারম্যান পদে নাছিমা আহসান নীলা নির্বাচিত হয়েছেন

আরএস