বিশ্ব জনসংখ্যা দিবসে বরিশাল বিভাগে নুরাবাদ ইউপি শ্রেষ্ঠ নির্বাচিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ০৫:০৫ পিএম

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উপলক্ষ্যে বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন পরিষদ।

এছাড়াও ২০২৩-২০২৪ বছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় নুরাবাদ ইউনিয়নকে প্রশংসাপত্র প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সার্কিট হাউজের সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় পরিবার পরিকল্পনা বিভাগ বরিশালের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নুরাবাদ ইউনিয়ন পরিষদকে ক্রেস্ট প্রদান করা হয়।

৭নং নুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী।

বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন- বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগীয় পরিচালক আবদুর রাজ্জাক প্রমুখ।

ইএইচ