নোয়াখালী সদর উপজেলায় বিস্ফোরক মামলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) গুদামরক্ষক ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মাইজদীর সরকারি আবাসিক এলাকার সামনে স্থানীয়দের সহায়তায় শান্তকে আটক করা হয়। পরে তাকে সুধারাম থানায় এনে একই রাতেই লক্ষ্মীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত মিরাজ হোসেন শান্ত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বাসিন্দা ও যুবলীগের সদস্য। তিনি স্থানীয় মো. শাহজাহানের ছেলে। নোয়াখালীতে বিএডিসির গুদামরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্ত লক্ষ্মীপুরে যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন থানায় তার সহযোগিতায় ও প্ররোচনায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। সাংবাদিকদের ওপর হামলার একটি মামলার আসামিও তিনি।
স্থানীয়রা আরও জানান, সরকারি চাকরিতে থাকলেও শান্ত দলীয় পরিচয় ব্যবহার করে নিয়ম-নীতির তোয়াক্কা না করে চলতেন এবং প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদের মালিক হন।
সুধারাম থানার ওসি কামরুল ইসলাম আরও বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য ধারায় মোট তিনটি মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”
ইএইচ