সাঘাটায় চার মাস ধরে বন্ধ খাদ্য সহায়তা, দুর্ভোগে উপকারভোগীরা

ইয়ামিন হাসান, সাঘাটা প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৩:১৮ পিএম

গাইবান্ধার সাঘাটায় ২০২৫-২৬ অর্থবছরের ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্যক্রম এখনও শুরু হয়নি। প্রতি দুই বছর পরপর এ কর্মসূচি চালু হওয়ার নিয়ম থাকলেও চলতি অর্থবছরে তা বারবার ঘোষণা দিয়েও কার্যকর করা যায়নি। ফলে চাল সহায়তার ওপর নির্ভরশীল প্রায় আড়াই হাজার দরিদ্র নারী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

২০২৪ সালের শেষ দিকে আগের মেয়াদ শেষে ২,৪৮০ জন উপকারভোগী এ কর্মসূচি থেকে বাদ পড়েন। মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল ২০২৪ সালের অক্টোবর-নভেম্বর মাসে। কিন্তু সময় পেরিয়ে বর্তমানে এপ্রিলের শেষপ্রান্তে পৌঁছালেও অনলাইন কার্যক্রম শুরু হয়নি।

এর ফলে নতুন কোনো তালিকা প্রস্তুত করা হয়নি এবং বিগত চার মাস ধরে কোনো সুবিধাভোগীই ভিজিডি’র চাল পাননি। এতে খাদ্য নিরাপত্তাহীনতা ও হতাশা আরও বেড়েছে গ্রামীণ দরিদ্র নারীদের মাঝে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ জানানো হয়েছিল, ২০২৫ সালের ৬ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত অনলাইন আবেদন গ্রহণ করা হবে। কিন্তু সেই সময়সীমাও কার্যকর হয়নি। বারবার সময়সূচি ঘোষণা করেও বাস্তবায়ন না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। 
সাঘাটার কয়েকটি ইউনিয়নের তথ্য ও প্রযুক্তি উদ্যোক্তারা জানিয়েছে, অনলাইন কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত সার্ভার এখনও প্রস্তুত নয়, যার ফলে তারা সিস্টেমে প্রবেশ করতে পারছেন না। এ অবস্থায় জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার বলেন, "সরকারি নির্দেশনা যখন যেমন আসে, আমরা তা অনুসরণ করেই কাজ করি। সমস্যা অচিরেই সমাধান হবে বলে আশা করছি। আমরা নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।"

ইএইচ