কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎ সংযোগ দিয়ে পাতা শিয়াল মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পৌরসভার নারিকেলবাড়ি সংলগ্ন সন্ন্যাসীতলা গ্রামে। নিহত আব্দুল হাকিম রাজারাম ক্ষেত্রী গ্রামের নুরুল হকের ছেলে এবং তিনি একজন সুপারি ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগের রাতে আব্দুল হাকিম তার পাটক্ষেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে শিয়াল ধরার ফাঁদ পেতেছিলেন। ওই ফাঁদে দুইটি শিয়াল মারা যায়। পরদিন সকালে, মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই তিনি ফাঁদ দেখতে যান। মৃত শিয়ালগুলোর একটির গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হারুন অর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
ইএইচ