নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখা ছিল লাশটি। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকার মারীখালী নদীতে ভাসতে থাকা লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, উদ্ধারকৃত নারীর পরিচয় এখনও জানা যায়নি। মরদেহটি পচন ধরা অবস্থায় ছিল এবং হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীটিকে হত্যার পর নদীতে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে রাখা হয়েছিল।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
স্থানীয়দের ভাষ্য, এ ধরনের ঘটনা এলাকায় এর আগে ঘটেনি। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনে সম্ভাব্য কারণ ও হত্যাকারীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিআরইউ