বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পেল ৬০০ শিক্ষার্থী

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৭:৫৪ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে একটি সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ভজনপুর ইউনিয়নের বেগম খালেদা জিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, আত্মহত্যা প্রতিরোধ ও পিরিয়ডকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।

এসিআই ফ্রিডম-এর সহযোগিতায় বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম প্রামাণিক, ম্যানেজিং কমিটির সভাপতি হামিদুল হাসান লাবু, শিশুস্বর্গ ফাউন্ডেশন পঞ্চগড়ের সভাপতি মুরাদ হাসান, সদর হাসপাতালের ইন্টার্ন নার্স নাজমিন আক্তার ইভা, রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল হাসান লাবু বলেন, "নারীর পিরিয়ড একটি স্বাভাবিক ও স্বাস্থ্যের অংশ হলেও সমাজে এখনও এটি নিয়ে যথেষ্ট ভ্রান্ত ধারণা রয়েছে। দারিদ্র্যের কারণে অনেক নারী মানসম্মত স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারেন না। শিশুস্বর্গ ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসার যোগ্য।"

শিশুস্বর্গ ফাউন্ডেশন পঞ্চগড়ের সভাপতি মুরাদ হাসান বলেন, "প্রতি বছরের মতো এবারও আমরা সীমান্ত এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। মেয়েরা যেন সামাজিক লজ্জা না পায় ও স্বাস্থ্য সচেতন হয়, সে লক্ষ্যে আমাদের কাজ অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে বাল্যবিবাহ ও আত্মহত্যার বিরুদ্ধে প্রতীকীভাবে ‍‍`লাল কার্ড‍‍` প্রদর্শন করা হয়।

ইএইচ