মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মে দিবস উদযাপন

মাগুরা প্রতিনিধি প্রকাশিত: মে ১, ২০২৫, ১২:৪২ পিএম

“শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় পালিত হলো মে দিবস ২০২৫।

বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক এ দিনে মাগুরায়ও আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মো. আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মাগুরা এবং মো. মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মাগুরা।

আলোচনা সভায় বক্তারা মে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ