“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে লালমনিরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫।
বৃহস্পতিবার সকালে শহরের মিশন মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব রহমান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) রাজীব আহসান।
সভায় জেলার বিভিন্ন শ্রম সংগঠন ও কলকারখানার প্রতিনিধি এবং অন্তত কয়েক হাজার শ্রমিক অংশগ্রহণ করেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক-মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র, লালমনিরহাটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
ইএইচ