ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় জিসান খান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সালথা ফরিদপুর সড়কের কাউলিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান মাতুব্বর উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খান ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা বাজার হতে জিসান মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে যাওয়া পথে অপর দিক থেকে আসা একটি ইট বোঝাই নসিমন গাড়ির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় জিসান মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে নসিমন চালক পালিয়ে যায়।
সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিআরইউ