দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের দরজা। আগামী রোববার (৫ মে) থেকে পুরোনো ঠিকানায়, শহরের সাইনবোর্ড এলাকায়, পুরোদমে শুরু হচ্ছে পাসপোর্ট কার্যক্রম। বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন গ্রহণও শুরু হয়েছে।
আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক জামাল হোসেন বলেন, ‘রোববার থেকে আবেদনকারীরা সরাসরি অফিসে এসে ফরম জমা দিতে পারবেন, ছবি তোলা ও বায়োমেট্রিক কার্যক্রমও চালু থাকবে।’
২০২৩ সালের ১৮ জুলাই রাতে দুষ্কৃতকারীদের লাগানো আগুনে পুরো পাসপোর্ট অফিস পুড়ে যায়। আগুনে পুড়ে ছাই হয় বিতরণের অপেক্ষায় থাকা প্রায় আট হাজার পাসপোর্ট। ধ্বংস হয় অফিসের চারতলা ভবন, প্রশাসনিক কক্ষ, যন্ত্রপাতি, জরুরি নথি ও রেকর্ডরুম। ঘটনার আগে অফিসে লুটপাটও হয় বলে জানান তৎকালীন উপপরিচালক গাজী মাহমুদুল হাসান।
এরপর থেকেই জেলার সাতটি উপজেলার (সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ, ফতুল্লা ও সদর) বাসিন্দাদের পাসপোর্টের জন্য মুন্সীগঞ্জ ও নরসিংদী অফিসে গিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে।
ঘটনার ছয় মাস পর গণপূর্ত বিভাগ ভবন সংস্কারের কাজ শুরু করে। দীর্ঘ দশ মাস পর সেই কাজ শেষ হওয়ায় আবারও নিজ জেলাতেই পাসপোর্ট সেবা পেতে যাচ্ছেন নারায়ণগঞ্জবাসী।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, ‘পাসপোর্টের জন্য এত দিন বাইরে দৌড়াতে হয়েছে। এখন নিজের শহরে কাজ করতে পারব, স্বস্তি লাগছে।’
পাসপোর্ট অফিস চালু হওয়ায় ভোগান্তির এক দীর্ঘ অধ্যায় শেষ হলো জেলার লাখো নাগরিকের জন্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে নিরাপত্তা জোরদার ও সেবার মান উন্নয়নের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
বিআরইউ