গাজীপুরে ডিবি পরিচয়ে ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ২, ২০২৫, ০৭:২৪ পিএম

গাজীপুর মহানগরের বাসন এলাকায় ‘মাল্টি পয়েন্ট বিডি’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ সময় লুণ্ঠিত ৯৮ লাখ টাকার মধ্যে ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গত ১৪ এপ্রিল সকালে বাসন থানাধীন আউটপাড়ার রিয়াজউদ্দিন টাওয়ারের ৬ষ্ঠ তলায় অবস্থিত মাল্টি পয়েন্ট বিডি অফিসে ডিবি পরিচয়ে দুর্ধর্ষ এই ডাকাতি সংঘটিত হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার একরামুল হক বাসন থানায় একটি মামলা দায়ের করেন।

পরে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেশের বিভিন্ন এলাকা থেকে ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করে পিবিআই।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুর রহমান রাজন (২৮), মো. রবিউল ইসলাম (৩০), মো. উজ্জ্বল (৩৬), মো. মিরাজ (২৫)।

গ্রেপ্তার মো. উজ্জ্বলের হেফাজত থেকে লুণ্ঠিত ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এছাড়া মিরাজের দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুর টঙ্গী পূর্ব থানার মরকুন এলাকায় তার স্ত্রীর বড় ভাই রাহাতের ভাড়া বাসা থেকে আরও ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে পিবিআই।

শুক্রবার সকালে গাজীপুর জেলার পিবিআই পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন।

ইএইচ