নানাবাড়ির উচ্ছ্বাসে ভরা দিনটি শেষ হয়ে গেল শোকের ছায়ায়। মাত্র ৯ বছরের ছোট্ট আব্দুল্লাহ ঘুম থেকে উঠে রাস্তা পার হচ্ছিল—কিন্তু মুহূর্তেই এক বেপরোয়া ট্রাক থামিয়ে দিল তার শৈশব। সড়কের রক্তাক্ত ধুলোয় নিথর হয়ে গেল একটি নিষ্পাপ প্রাণ।
শনিবার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোণা-কলমাকান্দা সড়কের পোগলা ইউনিয়নের হীরাকান্দা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহম্মেদ মিয়ার ছেলে। ঈদের ছুটি কাটাতে সে মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল নেত্রকোণার কলমাকান্দা উপজেলার হীরাকান্দা গ্রামের নানাবাড়িতে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়েছিল আব্দুল্লাহ। বাড়ির সামনের সড়কটি পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।
ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালক মাহমুদুল হাসান (২৫)–কে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ‘শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকচালককে আটক করা হয়েছে।’
শিশুটির মৃত্যুর খবরে নানাবাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। অনেকেই বলছিলেন, ‘এই কাঁচা বয়সে কে কার মৃত্যু দেখে!’
বিআরইউ