বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
শনিবার সকালে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবীবুল্লাহ মানিক।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম ও মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আনম আবদুর রহিম এবং রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন।
সভাটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, সাপ্তাহিক আনন্দ তারকার সম্পাদক মামুনুর রশিদ, সাপ্তাহিক স্বদেশপত্রের সম্পাদক এন. এন. জীবন, দৈনিক নয়াপয়গামের সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সুপ্রভাত ফেনীর প্রধান সম্পাদক ফিরোজ আলম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, সময় টিভির রিপোর্টার আতিয়ার সজল, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাপ্তাহিক উদয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম. এ. সাঈদ খান, শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহি উদ্দিন খন্দকার, দীপ্ত টিভি ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক আমার দেশের প্রতিনিধি এস. এম. ইউসুফ আলী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি ইয়াসির আরাফাত রুবেল, সাবেক সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব, মোহনা টিভির প্রতিনিধি সুরঞ্জিত নাগ, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি এমরান পাটোয়ারী, দেশ রূপান্তরের প্রতিনিধি শফি উল্লাহ রিপন, আজকের পত্রিকার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, দৈনিক নয়া দিগন্তের সোনাগাজী প্রতিনিধি সাইফুল আলম হিরন, ঢাকা টাইমসের প্রতিনিধি এম. শরীফ ভূঁইয়া এবং সাপ্তাহিক হকার্স-এর সম্পাদক তারেকুল ইসলাম মজুমদার প্রমুখ।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ফেনী জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
ইএইচ