সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৩:১৯ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াসিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানালপাড় সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের বাসিন্দা। সে বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। তার বাবার নাম মো. শহিদুল।

স্থানীয়রা জানান, শনিবার রাতে কিশোরদের মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষ কিশোররা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম বলেন, "তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘটিত এই ঘটনায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রমজান ও সানিসহ দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।"

ইএইচ