কালভার্ট নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৭:২৫ পিএম

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় একটি কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে দুর্গাপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জুয়েল ট্রেডার্স’-এর বিরুদ্ধে। অনিয়মের প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। তাদের বাধার মুখে গত দুই দিন ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে লেংগুরা ইউনিয়নের নাদান খালের ওপর একটি বক্স কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২৯ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে কাজটি চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার কথা।

সরেজমিন গোপালবাড়ি চেংগ্নী এলাকায় গিয়ে দেখা যায়, কালভার্টের নির্মাণকাজ বন্ধ রয়েছে। নির্মাণাধীন অংশের দেয়ালে স্পষ্টভাবে দেখা গেছে বালু-সিমেন্ট মেশানো ঢালাইয়ের পাথর বের হয়ে আছে। কিছু অংশে হাত দিয়ে টান দিলেই পাথর খুলে আসছে।

স্থানীয়দের অভিযোগ, কালভার্ট নির্মাণে সিমেন্ট কম এবং বালু বেশি ব্যবহার করা হয়েছে, যা ভবিষ্যতে টিকাদারির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে।

গোপালবাড়ি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের সভাপতি কমল দারিং বলেন, "কাজে অনিয়ম হওয়ায় আমরা এলাকাবাসী মিলে কাজ বন্ধ করে দিয়েছি। এমন নিম্নমানের কাজ করতে দেওয়া হবে না।"

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ